খুলনা বিভাগীয় ওয়েব পোর্টালে সবাইকে স্বাগতম। রূপকল্প-২০২১ বাস্তবায়নে এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বিভাগীয় ওয়েব পোর্টাল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের তপ্ত্বাবধানে নির্মিত এ ওয়েব পোর্টাল বিনির্মাণে আমরা সহযোগিতা পেয়েছি বিভাগস্থ প্রতিটি সরকারী/ বেসরকারী/ স্বায়ত্বশাসিত দপ্তরের। তাদের সরবরাহকৃত তথ্যাদির ভিত্তিতেই তৈরী হয়েছে এ পোর্টাল। এখান থেকে সর্বোচ্চ সুবিধা দেয়ার জন্য প্রয়োজন পোর্টালে সন্নিবেশিত তথ্যসমূহের নিয়মিত হালনাগাদকরণ।আর সর্বোচ্চ সুবিধা নেয়ার জন্য প্রয়োজন এর নিয়মিত ব্যবহার। একারণে পোর্টাল সংশ্লিষ্ট দপ্তরসমূহকে অনুরোধ করছি স্ব স্ব দপ্তরের তথ্যসমূহ হালনাগাদকরণে আমাদের সহযোগিতা করার জন্য। একইসাথে বিভাগস্থ প্রতিটি মানুষকে অনুরোধ জানাচ্ছি পোর্টাল ব্যবহার করে এর উত্তরোত্তর উন্নতিতে আমাদের পরামর্শ প্রদানের জন্য।
সেবাকে জনগণের দোরগোড়ায় পৌছে দেয়ার এ উদ্যোগের সর্বাত্মক সাফল্য কামনা করছি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস