Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খেলাধুলা ও বিনোদন

 

খেলাধুলাঃ

 বাংলাদেশের অন্যান্য অঞ্চলে প্রচলিত প্রায় সব ধরণের খেলাধুলা খুলনা বিভাগে প্রচলিত আছে। তবে কালের বিবর্তনে প্রাচীন গ্রামীন খেলা যেমন, দাড়িয়াবাঁধা, গোল্লাছুট ইত্যাদি বিলুপ্ত হতে চলেছে। সে স্থান দখল করেছে ক্রিকেট, ফুটবল ইত্যাদি আধুনিক খেলাধুলা। খুলনা বিভাগের অনেক খেলোয়াড় তাদের ক্রীড়ানৈপুন্যে জাতীয় এবং আন্তর্জাতিক পরিমন্ডলে খ্যাতিলাভ করেছেন। তন্মধ্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কুষ্টিয়ার হাবিবুর বাশার সুমন, সাতক্ষীরার সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, বাগেরহাটের আব্দুর রাজ্জাক, খুলনার মানজারুল ইসলাম রানা অন্যতম। একসময়ে দেশের ফুটবল মাঠের অন্যতম সেরা আকর্ষণ আসলাম, রুমি ও সালাম খুলনারই ছেলে।  

 

বিনোদনঃ 

 এই বিভাগের প্রতিটি জেলাতেই রয়েছে জেলা শিল্পকলা একাডেমী। এই সরকারি প্রতিষ্ঠানটি সঙ্গীত, নৃত্য, নাটক, চিত্রকলা প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ ও অনুষ্ঠানাদির আয়োজনের মাধ্যমে জনগণের চিত্তবিনোদনের ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করে চলেছে। এ ছাড়াও প্রতিটি জেলাতে রয়েছে একাধিক সাংস্কৃতিক ও নাট্য সংগঠন। প্রতি জেলাতেই রয়েছে এক বা একাধিক পার্ক ও পিকনিক স্পট। যেগুলোর মধ্যে খুলনার প্রেমকানন, নড়াইলের নিরিবিলি ও স্বপ্নপুরী, বাগেরহাটের চন্দ্রমহল এবং সাতক্ষীরার মন্টুমিয়ার বাগানবাড়ি বিশেষভাবে উল্লেখযোগ্য।