খুলনা বিভাগের ক্রীড়া সংস্থা এ বিভাগের ক্রীড়া বিষয়ক কার্যক্রম সম্পাদন করে থাকে। বিভাগীয় কমিশনার পদাধিকারবলে বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি।
নিন্মোক্তভাবে বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ গঠিত:
১। সভাপতি (১জন) ঃ বিভাগীয় কমিশনার (পদাধিকার বলে)
২। সহ-সভাপতি (৬জন) ঃ ১)উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি)
২)মহানগর পুলিশ কমিশনার
৩)অতিরিক্ত বিভাগীয় কমিশনার -১ জন
( বিভাগীয় কমিশনার কর্তৃক মনোনীত)
৪-৬)সাধারণ পরিষদের সদস্যদের মধ্য হইতে
নির্বাচিত ৩ জন
৩। সাধারণ সম্পাদক ঃ ১ জন (নির্বাচিত)
৪। সহ-সাধারণ সম্পাদক ঃ ১ জন (নির্বাচিত)
৫। যুগ্ম- সম্পাদক ঃ ২ জন (নির্বাচিত)
৬। কোষাধ্যাক্ষ ঃ ১ জন (নির্বাচিত)
সদস্য ঃ বিভাগের আওতাধীন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ
সম্পাদকগণ (পদাধিকার বলে)
সাধারণ পরিষদের সদস্যগণের মধ্য হতে (পদাধিকার বলে সদস্য নয় এমন সদস্যগণের মধ্য হহতে) অনধিক ৭জন নির্ধাচিত যাহার মধ্যে ২ জন মহিলা সদস্য থাকিবেন।
জাতীয় ক্রীড়া পরিষদের বিভাগীয় উপ-পরিচালক (পদাধিকার বলে) কিন্তু তাঁহার কোন ভোটাধিকার থাকিবে না।
বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি একজন অফিস সেক্রেটারী ও আবশ্যক মত অন্যান্য কর্মচারী নিয়োগ করিবেন। তাহাদের চাকুরীর শর্তাবলী কার্যনির্বাহী পরিষদ নির্ধারণ করিবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস