১ অক্টোবর ১৯৬০ খুলনা বিভাগ প্রতিষ্ঠিত হয় এবং প্রথম বিভাগীয় কমিশনার হিসেবে জনাব এম মঞ্জুর-ই-ইলাহী যোগদান করেন।খুলনা বিভাগস্থ ১০টি জেলার প্রশাসনিক কেন্দ্র খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়।বিভাগীয় কমিশনারের দিকনির্দেশনা ও তত্বাবধানে জেলা প্রশাসকগণ প্রশাসনিক কর্মকান্ড পরিচালনা করেন। বিভাগীয় কমিশনার বিভাগীয় আইন শৃংখলা কমিটির সভাপতি, বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি, বিভাগের প্রধান রাজস্ব কর্মকর্তা, চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত আঞ্চলিক টস্কফোর্সের সভাপতি, বিভাগীয় বাছাই কমিটির সভাপতি, বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি।
বিভাগীয় কমিশনারের কার্যালয়
নূরনগর, বয়রা, খুলনা।
ফোনঃ ০২৪-৭৭৭০৩০৩৫ (অফিস)
ফ্যাক্সঃ ০৪১-২৮৫০০৩৬
ই-মেইলঃ divcomkhulna@mopa.gov.bd
বিভাগীয় কমিশনারের কার্যালয় বয়রা কলেজ মোড় থেকে খান-এ-সবুর রোড হয়ে একটু সামনে ( নিউ মার্কেট এর দিকে )
ফেসবুক লিঙ্ক- https://www.facebook.com/pages/Divisional-Commissioner-Office-Khulna/113858189061033
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস